ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে. আই) ফাজিল মাদ্রাসাটি অত্র এলাকার একটি প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে, ফুলবাড়ীয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত।
অত্র এলাকার মরহুম মাও. আব্দুল হামিদ সাহেব, মরহুম মোকছেদ আলী সরকার সাহেব এবং মরহুম আব্দুস সাত্তার মন্ডল সহ স্থানীয় শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগীতায় ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে মনোরম পরিবেশে বৃটিশ আমলে ১৯৪৪ সালে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। ধর্মীয় শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠানটি অদ্যাবধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে এ মাদ্রাসায় ৪২জন শিক্ষক/কর্মচারী কর্মরত রয়েছে। অত্র মাদ্রাসা থেকে পড়াশুনা করে অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরা শিক্ষকতা, চিকিৎসা, প্রকৌশল, উকালতি সহ বিভিন্ন শ্রেণি পেশায় কর্মরত আছে।